
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের কৃতিসন্তান মীর গ্রুপ প্রতিষ্টাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চেয়ারম্যান, অসম্প্রদায়িক চেতনার বাতিঘর,বিশিষ্ট সমাজসেবক,
,শিল্পপতি মরহুম আলহাজ্ব মীর আহমদ সওদাগর দ্বিতীয় তম মৃত্যু বার্ষিকী পরিবারের পক্ষ থেকে নানা আয়োজনে পালিত হয়েছে আজ।
মঙ্গলবার(২৭শে জানুয়ারী) সকাল ১১টা নাগাদ এ দিবস ঘিরে মরহুম মীর আহমদ সওদাগর’র বিদেহী আত্মার মাগফেরাৎ কামনায় পবিত্র খতমে বোখারী,
খতমে কুরআনপাঠ ও দোয়া মাহফিলসহ প্রীতিভোজ অনুষ্টান মরহুমের নিজ গ্রামের বাসভবনের মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
এতে উপস্হিত উপস্হিত ছিলেন মীর গ্রুপ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,পরিচালক মীর মো: হাসাস, মীর মো: হোসাইন,মীর মো: নাছির,সালমা গ্রুপের চেয়াম্যান আলহাজ্ব সামশুল আলম,জেনুইন এন্টাপ্রাইজ প্রোপ্রাইটর আলহাজ্ব বদিউল আলম,মাহাবু আলম,আলম স্টীল কর্পোরেশন লি: চেয়ারম্যান সামশুল আলম সওদাগর,এন মোহাম্মদ গ্রুপ পরিচালকগন,মীর বাবুল কবির,নজরুল ইসলাম, মো: নছরুল্লাহ খান রাশেদ প্রমুখ।
পবিত্র খতমে বোখারী,খতমে কুরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন জিরি মাদ্রাসা পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব দা:বা:। এবং খতমে কুরআানপাঠে অংশ গ্রহনে ছিলেন জিরি মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট আলেম ওলেমাগনসহ শিক্ষার্থীরা বৃন্দ।
এ ছাড়া খলীল-মীর ডিগ্রী কলেজ,খলীল-মীর আর্দশ উচ্চ বিদ্যালয়,হাজী মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জিরি হাজী মীর আহমদ নুর আল-কোরান একাডেমি সহ আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে বিনম্ব্র শ্রদ্ধাঞ্জলী প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্টানের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
এসময়ে উপরোক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা,ছাত্র-ছাত্রীরা এবং আরো বিশিষ্ট সম্মানিত ব্যাক্তিবর্গ এ অনুষ্টানে উপস্হিত ছিলেন।