
অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মহিরা লোকনাথ সেবাশ্রম ও বাসন্তী কম্পলেক্স পরিচালনা পরিষদের সভাপতি,স্বর্গীয় অমলেন্দু দাশের সুযোগ্য সন্তান,দানশীল ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক বাবু বিষু দাশ(৫৪) বিগত ২৭শে অক্টোবর মুত্যুবরন করেছেন।
তিনি মৃত্যকালে জন্ম ধারিনী মাতা সন্ধ্যা রানী দাশ(৭০), স্ত্রী বাবলি দাশ,দুই শিক্ষার্থী কন্যা সন্তান অর্পিতা দাশ ও অরিত্রি দাশ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে দিব্য গোলক ধামে গমন করেছেন(দিব্যান্ লোকান্ স গচ্ছতু:)।
আজ মঙ্গলবার(১১ই নভেম্বর) বিকেলে ৩ টা নাগাদ লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে এ আশ্রমেের সভাপতি বিশু দাশ এর অকাল মহাপ্রয়ানে তার জীবন চলার পথে পারিবারিক,মানবসেবা,সামাজিক অঙ্গন সহ বিভিন্ন ধর্মীয় মঠ-মন্দির প্রাতিষ্টানিক প্রতিষ্টায় নিজের ব্যক্তিগত ভুমিকায় সার্বিক আর্থিক সহযোগিতা এবং সেবামূলক যে কোন কাজে কর্মদক্ষতায় নিজেকে উজাড় করে বাজিমাতে সফল ব্যাক্তিত্বের অবদানে তার জীবন পথ আলোকপাত এবং তাকে স্মরন,মননে রাখার মানসে মহিরা নাগরিক কমিঠির উদ্যোগে এক শোকসভা অনুষ্টিত হয়েছে।
এ শোকসভা মহিরা ঐক্য পরিষদের সভাপতি সমাজসেবক বাবু রনজিত চৌধুরীর সভাপতিত্বে এবং লোকনাথ সেবা আশ্রম পরিচালনা পরিষদ সাধারন সম্পাদক বাবু প্রসান্ত সরকারের সঞ্চালনায় মহান আর্শীবাদক অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড শংকর মঠ অধ্যাক্ষ শ্রীমৎ স্বামী তপনান্দ গিরি মহারাজ।
বক্তব্য রাখেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী অন্জন কুমার দাশ,বাবু পুলিন বিহারী আইচ,বাবু সুজিত গুপ্ত নান্টু,বাবু অজিত শীল,অধ্যক্ষ সমীর কান্তি দাশ,অরুন কান্তি নাথ মহাজন, নাগরিক কমিঠির আহব্বায়ক বাবু টুটুল বিশ্বাস,সদস্য সচিব বাবু শ্রীপ্রকাশ দাশ অসীত,বাবু সম্ভু বিশ্বাস,বাবু শেখর সরকার সুমন দাশ,বাপন সরকার,যীষু চৌধুরী
বাবু উজ্বল বিশ্বাস বাপ্পা প্রমুখ।
শোকসভায় তার জীবনালেখ্য স্মৃতিচারনে বক্তরা বলেন বিষু দাশ সমাজের প্রতিটি কাজের জন্য একজন গুনী মানুষ ছিলেন।মানবসেবক হিসেবে তার অকাল চিরবিধায়ে সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে,এসব আরো কথা বলেন তারা।
এ ছাড়া এর পূর্ববর্তী সময় সকাল থেকে বিষু দাশের মহিরা গ্রামের নিজ বাসভবন অমলেন্দু ভবন প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার সদগতি কামনায় দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান বৈদিক অন্তেস্টিক্রীয়া,শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও প্রীতিভোজ অন্নদান অনুষ্টান।
উল্লেখ্য বিষু দাশের এ অকাল মহাপ্রয়ানে তার প্রতি প্রীতি ও শ্রদ্ধা জানিয়ে সমাধি স্মৃতি সৌধে বিনম্ব্র শোক শ্রদ্ধান্জলী প্রদান করেছেন মহিরা নাগরিক কমিঠি,মহিরা লোকনাথ সেবাশ্রম ও বাসন্তি পূজা উদযাপন পরিষদ,মহিরা সমাজ কল্যান সংসদ,মহিরা ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির নেতৃবৃন্দরা।