1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা

পটিয়ায় বিভিন্ন অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন এর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

অরুন নাথ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃতৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯শে মে অনুষ্টিত হতে যাচ্ছে।

পটিয়া উপজেলার পৌর সদর এলাকায় পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির পাঁয়তারা করার এক অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুহাম্মদ হারুনুর রশিদ।
রবিবার (২৬শে মে)দুপুরে পটিয়া কমিউনিটি সেন্টারস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে তিনি জানান,পটিয়া পৌরসভায় দু”বারে মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। তৃণমূল রাজনীতি ছাড়াও ধর্মীয়, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মকান্ডে অংশ নিতে গিয়ে পটিয়ার আনাচে কানাচে তার বিচরণ। বিগত ২৫ বছরের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক
হিসেবে আওয়ামী লীগে কাজ করে যাচ্ছি। ভোটের মাঠে তার বিশাল জনসমর্থন দেখেই
প্রতিদ্বন্ধী প্রার্থী দিদারুল আলম ঈষান্বিত হয়ে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে পটিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দিচ্ছে। বিভিন্ন সভা, সমাবেশে,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট ডাকাতি করার হুমকি দিচ্ছে। ভোটের দিন সকাল ১১টার মধ্যেই দিদারুল আলম এর নির্বাচনী প্রতীক দোয়াত কলমে সীল মেরে বাক্স ভর্তি করবে বলে আস্ফালন করছে। হারুনুর সমর্থক ও আ”লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ও সাধারণ ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন সহ যে কোন কিছুর বিনিময়ে দিদারুল এর পক্ষে বিজয় ছিনিয়ে নিবে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিভিন্ন রকম ষ্ট্যার্ডার্স দিচ্ছে তার অনুগত ভাড়াটিয়া ক্যাডার বাহিনী লিখিত বক্তব্যে একথা বলেন তিনি। চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এ বিষয়ে জেলা প্রশাসক, ডিআইজি ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় নির্বাচনের দিন পটিয়ায় দু”পক্ষের সংঘর্ষ, হানাহানি রক্তক্ষয়ী সংঘর্ষে আশংকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট