অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্ট এর উদ্যোগে আজ বুধবার(২৪শে সেপ্টম্বর) সকালে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন
প্রীতিলতা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পরিচালক পংকজ চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্টের ট্রাষ্টি ও মহানগর বিএনপি নেতা রুবেল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত যাত্রা শিল্পী মিলন কান্তি দাশ, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য সরিৎ চৌধুরী,
সাংবাদিক আবদুল হাকিম রানা, সমাজ হিতৈষী জয়নাল আবেদীন, পটিয়া হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা তাপস কুমার দে
পূজা পরিষদ নেতা তাপস দে, ট্রাষ্টি অরুণ বিকাশ চৌধুরী, মোহাম্মদ আলী সহ অনেকে। এতে বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার
ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে
নিজের মাতৃভূমিকে পরাধীনতার
শৃঙ্খলামুক্ত করার জন্য শহীদ হয়েছিলেন। যা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে এবং থাকবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত