অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
পটিয়ায় জিরি ইউনিয়ন এলাকার (নাথপাড়া) গ্রামে সমাজসেবক প্রকৌশলী বাবু পবিত্র রন্জন নাথ ও পরিবারবর্গের উদ্যোগে তাদের পিতা ডাঃ ধীরেন্দ্র লাল নাথ,মাতা-জোৎস্না বালা দেবীর বিদেহী আত্মার সদগতি কামনায় এবং বাংলা বর্ষের আসন্ন শুভ নববর্ষ উপলক্ষে বস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার(১১ই এপ্রিল) সকাল ১০টা নাগাদ জিরি (নাথপাড়া) গ্রামের দুইশত বছরের ঐতির্য্যমন্ডিত বৈষ্ণব তীর্থভূমি স্হান শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত জিরি গ্রাম এলাকার সনাতনী সমাজের নির্ম্ম মধ্যবিও হতদরিদ্র,অসহায়,শ্রেনি পর্যায় পরিবারের সদস্য প্রায় দুই শতাধীক মানুষের মাঝে ধর্মীয় শিষ্টাচার মেনে এক সংক্ষিপ্ত আনুষ্টানিকতার মাধ্যমে এ বস্ত্র বিতরন করা হয়েছে।
এসময়ে মন্দির প্রাঙ্গনে উপস্হিত ধর্মপ্রান নর-নারীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রয়াতের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী বাবু পবিত্র রন্জন নাথ ও সহদোর ভ্রাতা সমাজসেবক বাবু বিচিত্র রন্জন নাথ।
আরো উপস্হিত ছিলেন প্রয়াতের সহোদার ভ্রাতা বাবু সতীস চন্দ্র নাথ,প্রয়াতের পুত্রবধূ ও প্রকৌশলীর পবিত্র নাথের সহধর্মীনি শ্রীমতি কল্পনা দেবী,সাংবাদিক অরুন কান্তি নাথ,প্রয়াতের সন্তান যথাক্রমে বাবু সুচিত্র রন্জন নাথ,বাবু তপন কান্তি নাথ,বাবু প্রদীপ কান্তি নাথ,বাবু ললিত মোহন নাথ প্রমুখ।
উল্লেখ্য প্রয়াত ডাঃ ধীরেন্দ্র লাল নাথ ও প্রয়াত জোৎস্না বালা দেবীর বিদেহী আত্মার সদগতি কামনা এবং আসন্ন বাংলা নববর্ষের শুরু থেকে বর্ষবিদায় পর্য্যন্ত দেশের মানুষের দৈনন্দিন জীবন-যাপন সুখ,শান্তি,সমৃদ্ধি প্রত্যশা কামনায় অনুষ্টানে উপস্হিতিন মাঝে এ বস্ত্র বিতরনের স্হান শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এক প্রার্থনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত