ইমরান হোসেন মুন্না :চট্টগ্রামের পটিয়ায় পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন একাধিক মাদক মামলার পলাতক আসামি সমীর সরদার (৪৫)। তিনি উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেঁচিয়া পাড়া এলাকার মৃত ভোলা সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরদারের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিজে থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহেদ মোহাম্মদ নাজমু নুর বলেন, "সমীর সরদার দীর্ঘদিন পলাতক থাকার পর আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"
তিনি আরও বলেন, "পটিয়াকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। যারা এখনো পলাতক রয়েছেন, তাদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।"
পুলিশের এমন অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত