1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ মানবিক বিশ্বের উদাহরণ হোক ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার  -নোহা নেছার অন্নি খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসে বোয়ালখালীতে দোয়া মাহফিল চন্দনাইশে সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজ নগরী’র চেহলাম সম্পন্ন

পটিয়ায় ড. নিপুর চৌধুরীর উদ্যোগে গরীব,দু:স্ত পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
আর্তমানবতার সেবায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন মহিরা গ্রামের স্বর্গীয় হৃদয় রন্জন চৌধুরী বাড়ী প্রাঙ্গনে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি ও ক্রিসেন্ট লজিষ্টিক লিমিটেড চেয়ারম্যান,বিশিষ্ট দানবীর ড.নিপুর চৌধুরীর উদ্যােগে, জিরি,মালিয়ারা,ভান্ডারগাঁও, বাকখাইন গ্রামের প্রায় ৫০০ শতাধীক গরীর,দুঃস্হ,পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরন করেছেন।
শুক্রবার(২২শে মার্চ) সকাল ১০টার নাগাদ এ ইফতার সেহেরী সামগ্রী বিতরন উপলক্ষে এক আলোচনা সভা চৌধুরী বাড়ীর মাঠে ড.নিপুর চৌধুরীর শ্রদ্ধেয় মাতা মিনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দক্ষিণ জেলা আঃমীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা বাবু প্রদীপ দাশ বক্তব্যকালে বলেন হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টানসহ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুশাষন অনুস্মরন করে মেনে চলি।কিন্তু আমরা মানুষ হিসেবে অসম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের প্রতি মানবতার মমত্ববোধ সৃষ্টি করতে হবে।পবিত্র রমজানে অসম্প্রদায়িক চেতনায় নিপুর চৌধুরী যেই কাজটি করে যাচ্ছেন তারমধ্যে এক অনন্যা দৃষ্টান্ত।স্বনির্ভর দেশ গঠনে শিক্ষা,কর্মসংস্হান,বাসস্হানসহ আরো যাহা আছে এভাবে যে যার অবস্হান থেকে মানবিক কাজে এগিয়ে আসলে আমাদের দেশ আরো এগিয়ে দরিদ্রমুক্ত হবে,এসব আরো কথা বলেন তিনি।
এ সভায় অসম্প্রদায়িক চেতনার প্রানপুরুষ দানবীর ড.নিপুর চৌধুরী তার এক সংক্ষিপ্ত বক্তব্যকালে বলেন আমি প্রতি বছর রমজান,পূজাসহ বিভিন্ন উৎসবে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের সেবা করার চেষ্টা করি।গরীব,দুঃখী,মেহনতী মানুষের সেবা করতে পারলে আমার খুব ভাল লাগে।এ ছাড়া হতদরিদ্র কোন মানুষে অসুবিধায় পড়লে আমার কাছে আসলে আমি কাউকে খালি হাতে ফেরৎ না দিয়ে সাধ্যমত চেষ্টা করি কিছু করার।সেই জন্য আপনারা আমার ও আমার পরিবারের সকলের জন্য আর্শীবাদ ও দোয়া করবেন এভাবে কথাগুলো বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আঃমীলীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন,জিরি ইউনিয়ন আঃমীলীগ সভাপতি আজিমুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাষ্টার রিটন নাথ,সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন,ইউপি সদস্য জেবল হোসেন,সাংবাদিক অরুন কান্তি নাথ,ইউনিয়ন আঃমীলীগ নেতা মো: কায়সার,এনামুল হক এনাম,জামাল উদ্দিন,এ কে এম পারভেজ,প্রনব চৌধুরী,সৌরব চৌধুরী,রনি আইচ,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হামিদ সিকদার,ছাত্রলীগ নেতা দীপ্ত নাথ,মো: জানে আলম,মো: আনিছ,পারভেজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট