
অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলকার(নাথপাড়া) গ্রামের শ্রী শ্রী প্রানকৃষ্ণ ঈশান চন্দ্র বিষ্ণ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে তরুন উদীয়মান সমাজসেবক ও ধর্মানুরাগী বাবু প্রনব নাথ এর অর্থায়নে ফ্রি কোচিং সেন্টারের নতুন ভবন নির্মান কাজের ধর্মীয় মর্যাদা ও অতিথিবর্গ নিয়ে বর্ণাঢ্য এক আনুষ্টানিকতার মধ্য দিয়ে শুভ উদ্ভোধন হয়েছে।
শনিবার(৩রা জানুয়ারী) এ মাঙ্গলিক অনুষ্টানে অতিথি হিসেবে নতুন ভবন নির্মান স্হানে মাঙ্গলিক অনুষ্টানের মাধ্যমে মাঠি কেটে এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন একযোগে স্হানীয় অবসর প্রাপ্ত শিক্ষিকা ও ধর্মানুরাগী শ্রীমতি স্বর্নলতা দেবী ও শিক্ষক বাবু মন্টু বিকাশ নাথ এবং প্রানকৃষ্ণ ঈশান চন্দ্র বিষ্ণু মন্দিরের পরম ভক্ত ধর্মানুরাগী শ্রীমতি পুস্প বালা দেবী,শ্রীমান রনজিত নাথম
এ সময়ে উপস্হিত ছিলেন শিক্ষক বাবু জীবন কৃষ্ণ নাথ,সাংবাদিক অরুন কান্তি নাথ,শিক্ষক শিক্ষক দয়াল দে,শিক্ষক বাবু কৃষ্ণ পদ নাথ,শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ
পুরী মহারাজ,শিক্ষক যজ্ঞেশ্বর নাথ(খোকন),শ্রীমান অশোক কুমার নাথ,স্বপন কান্তি নাথ,পিন্টু নাথ,সুপন নাথ,রাস মোহন নাথ,মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও তরুন সমাজসেবক প্রনব কুমার নাথ,সাধারন সম্পাদক রূপন কান্তি নাথ।
এ ছাড়া আরো উপস্হিত ছিলেন সুজিত নাথ,প্রফুল্ল নাথ,চন্দন নাথ,দীপক নাথ,শংকর দেব নাথ,বিবেক নাথ,সুমন নাথ,জয় দেব নাথ,পরিমল নাথ,মিলন নাথ,
সজল নাথ,নেপাল নাথ,সুখেন্দু নাথ,দিলীপ নাথ,
খোকন নাথ প্রমুখ।
উল্লেখ্য শ্রীশ্রী প্রানকৃষ্ণ ঈশান চন্দ্র বিষ্ণু মন্দিরে বিগত ১১ বৎসর যাবৎ স্হানীয় নির্ম্ম,মধ্যবিও,অসহায়,
গরীব পরিবারের ছাত্রীদের শিক্ষায় মেধাবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় মর্মে সূত্রে জানা যায়।
এ ফ্রি কোচিং সেন্টারে অভিজ্ঞ শিক্ষক দ্ধারা পাঠদানে যুক্ত হয তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্ররা।এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশ যাচাইয়ে ত্রৈমাসিক পরীক্ষা সহ বছরের প্রথমার্ধে পরিচালনা পরিষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।