
অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার জিরি-গোরনখাইন গ্রাম সীমানা সংলগ্ন এলাকায় যোগাচার্য শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত পরিব্রাজক মহারাজ প্রতিষ্টিত ঐতির্য্যবাহী ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির এক পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(৩১শে অক্টোবর) এ পরিচিতি সভা উপলক্ষে যোগমঠ প্রাঙ্গনে সকাল শঙ্খ ধ্বনি,উলু ধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন,যোগমঠে স্বামীজির স্মৃতি ভাস্বকর্যে মাল্য বরন।এরপর চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,দুপুরে ভোগরাগ শেষে প্রায় পাঁচ শতাধীক সনাতনী স্বধর্ম পরিপোষক ধর্মপ্রান নর-নারী ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
এতে পরিচিতি সভা সংগঠনের দীর্ঘ সময়ের সুচারুরূপে দায়িত্ব পালন করায় পু:নরায় নবগঠিত কমিটির মনোনিত সভাপতি বাবু অরুন কান্তি নাথ মহাজনের সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির প্রতিনিধি সদস্য অর্পন নাথ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
পাঁচ বছর মেয়াদকাল এ সংগঠনের নবগটিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন যথাক্রমে সমাজসেবক অনিল কান্তি নাথ মহাজন,বাবু সুনীল নাথ,ডাক্তার সুকুমার নাথ,অব: শিক্ষিকা স্বর্নলতা দেবী।সাধারন সম্পাদক মনোনিত হয়েছেন বাবু রূপন কান্তি নাথ,সহ-সা: সম্পাদক কৃপা সিন্ধু নাথ টিটু,অর্থ সম্পাদক দিপক কুমার নাথ,সহ-অর্থ সম্পাদক শংকর নাথ,সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার নাথ,সহ-সাংগঠনিক সম্পাদক ঝুন্টু কুমার নাথ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিফন নাথ,সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুপন নাথ,প্রচার সম্পাদক সনব নাথ,সহ-প্রচার সম্পাদক অনাদি রন্জন নাথ,দপ্তর সম্পাদক সুমন নাথ,সহ-দপ্তর সম্পাদক পরিতোষ নাথ,ধর্ম বিষয়ক সম্পাদক ডা: রতন কুমার নাথ,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ নাথ,পাঠাগার সম্পাদক সন্জয় নাথ নান্টু,সহ-পাঠাগার সম্পাদক সন্জয় নাথ,যতাক্রমে কার্যকরী সদস্য কিরিটি নাথ,বিশ্ব নাথ,অধীর কান্তি নাথ,বাবু শ্রীধাম,টিপন নাথ,সুমন নাথ,বিভূতী শীল,প্রনব কুমার নাথ,অর্পন নাথ অপি,বাবু রতন কুমার নাথ মহাজন প্রমুখ।
উল্লেখ্য শ্রীমদ্ভগবদ গীতাপাঠের মাধ্যমে পরিচিতি সভা শুরু করার পর সময়ে নবগঠিত কমিটির সকল সদস্য বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন অনুষ্টানের মধ্য দিয়ে সংগঠনের গুরুদায়িত্ব পালনে অবিচল প্রতি প্রতিশ্রুতি বদ্ধ লক্ষ্যে এক শপথ বাক্যপাঠ অনুষ্টান অনুষ্টিত।
এতে স্বাগত বক্তব্য রাখেন রুপন কান্তি নাথ,শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা: সুকুমার নাথ,অব: শিক্ষিকা স্বর্নলতা দেবী,অনিল কান্তি নাথ মহাজন,সন্জয় নাথ।এ সভার সভাপতি বাবু অরুন কান্তি নাথ মহাজন এর বক্তব্য শেষে অনুষ্টানের সমাপ্তি হয়।
এ ছাড়া সভার পরবর্তী সময় মুক্ত আলোচনায় নবগঠিত কমিঠির মাধ্যমে যোগমঠের সকল উন্নয়নের অসমাপ্ত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে সবাই ঐকমত পোষন করেন।