1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন চন্দনাইশে মাসব্যাপী দেশীয় পণ্য বাণিজ্য মেলা শুরু

পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা ১ম ও ২য় পর্যায়)কর্মসূচীর আওতায়-২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশ সরকারের দূর্যোগ অধিদপ্তর,উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রালয় পটিয়া উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে জিরি সাঁইদার সড়ক সংস্কার নামক একটি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চার লক্ষ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ২১৪ ফুট প্রস্হ ৯ ফুট সড়কের আর সি সি ডালাই দ্বারা উন্নয়ন সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পটির অধীনে বিগত সময়ে জিরি-মালিয়ারা প্রধান সড়ক থেকে সংস্কার কাজ শুরু হয়ে সড়কটির ১ম পর্যায় জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্য্যন্ত আল সি সি দ্বারা ডালাই কাজ সম্পন্ন হয়েছিল।এরপর দীর্ঘসময় এ প্রকল্পের সড়কটির বাকী অন্য অংশের সংস্কার কাজ বরাদ্দ না হওয়ায় উন্নয়ন কাজ ঝিমিয়ে পড়ে।
এই সড়কটি জনবহুল এলাকা জিরি ইউনিয়ন এলাকার ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড এলাকার জনগনের যাতায়াতের অতীব গুরুত্বপূর্ণ।
সম্প্রীতি সময়ে এ প্রকল্পের অধীন সড়কটির বাকী অন্য অংশের সংস্কার কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংলিষ্ট দপ্তরে দৌঁড় ঝাপ শুরু করে জনগনের পথ চলাচলের যোগাযোগ ব্যবস্হা সুগমে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা এগিয়ে আসেন ৭নং জিরি ইউপির জনন্দিত সুযোগ্য ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জনাবা নুর আয়েশা বেগম।
এ প্রকল্পের অধীন সড়কটির ২য় পর্যায় জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় তোড়ন থেকে শুরু হয়ে দৈর্ঘ্য ২১৪ ফুট প্রস্হ ৯ ফুট আর সি সি দ্বারা ডালাই কাজ সম্পন্ন হয়েছে মর্মে সরেজমিন দেখা যায়।
উল্লেখ্য জিরি সাঁইদার সড়ক সংস্কার নামক এ প্রকল্পের অধীন সড়কটির আরো অনেক সংস্কার কাজ অসম্পূর্ণ রয়েছে।এ ব্যাপারে ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা নুর আয়োশা বেগমের সাথে কথা হলে বলেন,পরিকল্পনা বিহীন উন্নয়নের কারনে বর্ষা মৌসুম বন্যা-বৃষ্টিপাতে সড়কের উন্নয়ন খাতে দেশের আর্থিক ক্ষতিগ্রস্হ হয়।এদিক থেকে সাশ্রয়ে টেকসই উন্নয়ন করতে হলে আর সি সি দ্বারা ডালাইয়ের কোন বিকল্প নেই।সংলিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রসাসনের সহযোগিতায় সরকারি ছোট ছোট বরাদ্দ আদায়ের মাধ্যমে ধারাবাহিক ভাবে এই প্রকল্পের অন্য অংশের কাজ এগিয়ে নিতে চাই,আমার দীর্ঘস্হায়ী পরিকল্পনা এলাকার এসব কাজ টেকসই উন্নয়ন করা,এভাবে আরো অনেক কথা বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট