
পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ চারজনের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি বর্তমানে চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী তৌহিদুল ইসলাম (১৮) পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই এলাকার বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৩টার দিকে কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকায় তৌহিদুল ইসলামের বসতভিটায় জমি পরিমাপের সময় এ ঘটনা ঘটে। এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে থানার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের উপস্থিতিতে অভিজ্ঞ সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের ব্যবস্থা নেওয়া হয়।
কিন্তু পরিমাপ চলাকালে কয়েকজন ব্যক্তি বাধা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পুলিশের আরআরএফ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্ররোচনায় এ বাধা সৃষ্টি হয়। এ সময় তৌহিদুল ইসলাম প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় লোকজন ও পুলিশের একজন উপপরিদর্শক ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে সরে যান।
এছাড়া ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে সাধারণ ডায়েরি করতে দেওয়া হয়নি। পরে পুনরায় জিডি করা হলেও পুলিশি প্রভাব খাটিয়ে সেটি নিষ্পত্তি দেখিয়ে বাতিল করানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে সি আর মামলা নং–১০৫৮ হিসেবে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী তৌহিদুল ইসলাম ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।