পটিয়া প্রতিনিধি :-
পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল ২নং ওয়ার্ডে চলাচলের রাস্তা দখল করার প্রতিবাদ করায় বৃদ্ধ মহিলা সহ তিনজনকে মারাত্মক আহত করার পাশাপাশি ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় রিয়াজ উদ্দিন অভি(২৬), মোঃ সাগর(৩০), মোঃ সজিব(২২), ৪। মোঃ সাজ্জাদ(২৪), মোঃ জাফর(৫৫),নুর নাহার বেগম মুন্নি(৪৬) সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ জমা হলেও কোন মামলা হয়নি এখনো পর্যন্ত।
জানা যায় গত ১৫ ফেব্রুয়ারী সকালে রাস্তা দখলের ঘটনায়
বাধা দিতে গেলে নীলু আক্তার(৬০) নামের এক মহিলাকে মারধর করা হয়। এসময় মহিলার দুই সন্তান মাকে বাঁচাতে এগিয়ে আসলে নোমান(৩৬) এবং মাসুদ পারভেজ(৪৫) কেও আহত করা হয়।
আহত বৃদ্ধা নীলু আক্তারের কন্যা লাভলী আকতার জানান, "ঘটনার সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে আমার মা এবং ভাইদের মারাত্মক জখম করে। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি করে। আমি তাদের বাঁচাতে গেলেও আমার উপরেও হামলা করে তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমার মা এবং ভাইদের পটিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এ বিষয়ে আমরা থানায় মামলা করতে চাইলে এখনো পর্যন্ত কোন সহায়তা পাইনি। বরং এস আই ইয়ামিন সুমন অস্ত্রের বিষয়টি অস্বীকার করে আমাদেরকে আপোষ করার প্রস্তাব দিচ্ছেন। আমার মা ভাইয়েরা এখন চট্টগ্রাম মেডিকেলে, হয়তো পুলিশ সহযোগিতা না করলে ন্যায় বিচার পাবো না ।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান," মারামারি সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। গুলি করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, শুনেছি ওই সময় কারা ফটকা বাজি ফুটিয়েছে, কোন গোলাগুলি হয়নি।"
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত