ইমরান হোসেন মুন্না : চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়ন গ্রাম আদালতের চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের ভেতরে এবং পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী কচুয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কামাল উদ্দিনকে গ্রাম আদালতের চেয়ারম্যান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কচুয়ায় ইউনিয়নে গ্রাম আদালতের চেয়ারম্যান পদটি শূন্য ছিল। এতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত ২২ জুন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিনকে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন।
বিএনপির একাংশের দাবি, তাকে গ্রাম আদালতের চেয়ারম্যান নয়, বরং পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে। এই বিভ্রান্তি থেকেই তারা প্রতিবাদে নেমেছেন বলে জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে কচুয়ায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।