গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ অক্টোবর মঙ্গলবার পটিয়া উপজেলা গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ডা. বি.কে দত্তের সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ডা. এমদাদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে ডা. এমদাদুল হাসান বলেন- বিকল্পধারার রাজনীতি চর্চা করতে এবং দেশকে প্রকৃত অর্থে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে ভিপি নুরের হাতকে শক্তিশালী করতে হবে। ভিপি নুর এই প্রজন্মের ভাসানী, যিনি সর্বদা জাতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে গণ অধিকার পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন পটিয়া উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. মামুন, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আরাফাত হোসেন নবাব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রাফি, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আল আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গোলাম সুবহান, সাধারণ সম্পাদক একরাম হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ও মো. মানিক সহ উপজেলা ছাত্র, যুব,গণ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত