জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২য় তম অনলাইনে গজল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা সম্পন্ন হয়েছে।
২৮ মার্চ (শুক্রবার) বিকালে পটিয়াস্হ একটি রেস্টুরেন্টে ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক দেশ বার্তা সংবাদ প্রতিনিধি শায়ের মুহাম্মদ অাকতার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দৈনিক দেশ বার্তা'র সম্পাদক, বিশিষ্ট সংগঠক, কবি ও লেখক লায়ন আবু ছালেহ্।
চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল অর্থোপেডিকস এর সার্জন ডা: কে এম বদর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, সমাজ সেবক ও প্রবাসী মো. রেজাউল করিম চৌধুরী (মালিক), আই ইউ আশফাক কসমেটিক খতনা সেন্টারের পরিচালক ইমাম উদ্দিন আশফাক, দৈনিক দেশ বার্তা'র প্রকাশক হাজী জসীম উদ্দীন, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের পরিচালক এ কিউ এম মোসলেহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মুহাম্মদ ফোরকান, সাংবাদিক মো. সেলিম চৌধুরী, সাংবাদিক মো. শাহজাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আবছার, মো. মোজাফফর আহমদ, মো. ইলিয়াস, হাফেজ মো. ইব্রাহিম, মানিক সহ আলেম-ওলামা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনলাইনে ভিউ মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগিতাদের কে আকর্ষণীয় পুরস্কার পবিত্র কোরআন শরীফ, সনদ প্রদানসহ অর্ধশত মেহমানকে ইফতার করানো হয়। পরে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ইয়াসিন আরফাত।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত