1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ মে ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
“আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন” বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিস উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন’র হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি (শুক্রবার) দিন ব্যাপী ৭ নং ওয়ার্ড শেখ পাড়া রোডস্থ মানিক ম্যানশন পার্শ্বের মাঠে রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউট শুভ শুভ উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানে ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আকতার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পৌরসভার বিএনপি’র সদস্য সচিব গাজী মুহাম্মদ আবু তাহের। রিয়াজুল উলুম বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম, চট্টগ্রাম জজ কোর্টের পেশকার মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য মাওলানা বেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সাখাওয়াত হোসেন।
প্রধান আলোচক ছিলেন খরনা
ইস্কনদরিয়া মাদ্রাসার পরিচালক
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসেন,
চট্টগ্রাম মেট্রোপলিটন অর্থোপেডিক বিভাগের সার্জন ডা.কে এম বদর উদ্দিন, পটিয়া ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল ম্যানেজার হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান,
ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ অর্থ সম্পাদক হাফেজ মো. ইব্রাহিমসহ এলাকার রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ছাত্র- ছাত্রীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কুরআন নাযিল করে হেফাজতের দায়িত্বও নিয়েছেন। সারা পৃথিবীতে কুরআন নাজিল হওয়ার পর থেকে এ পর্যন্ত কোটি কোটি ছাপানো কুরআন ছাড়াও এই কুরআনকে মুখস্থ করে রেখেছেন লক্ষ লক্ষ হাফেজে কুরআনরা। পৃথিবী থেকে কুরআন শরীফ মুছে দেয়া কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর কালাম মুখস্থ করে হাফেজে কুরআন হতে পারা গৌরবের এবং সৌভাগ্যের বিষয়। দুনিয়ার সম্মানের পাশাপাশি পরকালে রয়েছে হাফেজে কুরআন ও হাফেজে কুরআনের পিতা-মাতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ পুরস্কার ও সম্মান।
বিশেষ দ্রষ্টব্য:-বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ২১ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও ২১ জন প্রতিযোগিকে ক্রেস্ট সহ ৫ জনকে আকর্ষণীয় পুরস্কার সহ নগদ টাকা প্রদান করা হয়।
পরে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের শেষে ৩০০ জন আগত অতিথিদেরকে উন্নত মানের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট