পটিয়ায় উপজেলার চেয়ারম্যান ও নগর যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) ডিবি ইউনিট। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানী ঢাকার রামপুরাস্থ মেরাদিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির একটি সূ্ত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিদারুল ইসলাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরের ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গত বছরের ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পটিয়ায় নির্বাচিত হয়েছিলেন দিদারুল আলম।
দিদার পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সন্তান।
তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ও সর্বশেষ চট্টগ্রাম মহানগর যুবলীগের দায়িত্বে ছিলেন। সর্বশেষ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এবং তার পিতার নামে গড়া বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান বলেন, বিকেল থেকে ঘটনাটি লোকমুখে শুনে আসছি। তবে এ বিষয়ে অফিয়ালি গ্রেফতারের বিষয়ে কিছু বলতে পারি না। তিনি আরো বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে কোথায় কি মামলা বা অভিযোগ রয়েছে তা জানতে পারবো।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত