1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সার বাজার সিন্ডিকেটের দখলে বোয়ালখালী ভোররাতে বসতঘরে ডাকাতি মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে কারামুক্ত আবু নাছের জিলানীকে সংবর্ধনা চন্দনাইশে আবাল্য ব্রহ্মচারী সোমনন্দ মহেথেরো’র জাতীয় অন্তোষ্ঠিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন আমার সাথে দেশনেত্রী খালেদা জিয়ার শেষ দেখা হয়ে ছিল ১৯৮৬ সাল (৩৯ বছর স্মৃতি) -নেছার আহমেদ খান চট্টগ্রাম- ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোয়ালখালীর রিপন বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন আহত বোয়ালখালীতে কুল চাষে সাফল্য

পটিয়াতে কবি মিনার মনসুরকে নিয়ে প্রত্যয়ের বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও ভাষাসাহিত্যে একুশে পদকে ভূষিত পটিয়ার কৃতী সন্তান কবি মিনার মনসুর কে নিয়ে প্রত্যয় এর বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলো কবির কবিতা পাঠ, কবির সাথে আড্ডা, স্মৃতিকথা, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি ও সংবর্ধনা প্রদান। আজ ৪ মে, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই আয়োজন। পটিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মিনার মনসুর, একুশে পদকে ভূষিত নাট্যকার আহমেদ ইকবাল হায়দার, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট এর সভাপতি পংকজ চক্রবর্তী, রাজনীতিবিদ রাশেদ মনোয়ার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

একাডেমির সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
অনুষ্ঠানে আহমেদ ইকবাল হায়দার বলেন, পটিয়া উপজেলা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশ সমৃদ্ধ। বিশেষ করে নারীরা বেশ অগ্রসর। এটা পটিয়ার শত বছরের ঐতিহ্যের অংশ। শিক্ষা, সংস্কৃতির চর্চার জন্য পটিয়ার সুনাম উপমহাদেশ জুড়ে। কবি মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি পটিয়ার গৌরবকে আরো সমৃদ্ধ করেছে। কবি মিনার মনসুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে অবিরাম লড়াই করে আমাদের ঠিকে থাকতে হয়েছে। স্বৈরাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার হিসাবে কবিতাকে ব্যবহার করেছি। পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি যে জাগরণ সৃষ্টি করেছে তা সারা বাংলাদেশকে পথ দেখাবে। আলোকিত ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, কবি মিনার মনসুর পটিয়ার অহংকার। তিনি বহুমাত্রিক গুণের অধিকারী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাকে নিয়ে প্রত্যয়ের এই আয়োজন পটিয়ার সাংস্কৃতিক পরিমন্ডলকে উৎসাহিত করবে। প্রত্যয় গত ১৪ বছর ধরে পটিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি এই ধরনের আয়োজন করে যাচ্ছে। যাতে নতুন প্রজন্ম আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।
কথামালা শেষে কবি মিনার মনসুরকে সংবর্ধনা স্মারক প্রদান করেন নাট্যকার আহমেদ ইকবাল হায়দার। শুভেচ্ছা স্মারক প্রদান করেন আবদুল্লাহ ফারুক রবি। কবি মিনার মনসুর এর কবিতা আবৃত্তি করে শোনান নীহারিকা পাল, মিনা আকতার, এঞ্জেলিনা বড়ুয়া, আফিফা আলম নূর, কাজী তাহিয়া মেহজাবিন, আরোহী সেন গুপ্ত, সাইকা সেলিম ইকা, তৃপ্তরাজ চক্রবর্তী। পরে একাডেমির আবৃত্তি ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা দলীয় আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট