রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন দাবি তুলে ধরা হবে বলে ঘোষণা করেছেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কর্ণধার ও ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোনাইমুড়ী প্রেসক্লাবে এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। নোয়াখালীকে বিভাগ দিতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি খোরশেদ আলম, শামসুল আরেফিন জাফর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি ও সাংবাদিকগণ।