
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানীগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা প্রশাসনের সহযোগিতায় স্ব স্ব উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)- এর নেতৃত্বে এ অভিযান চলে।
সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজার ও এর আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে ১০টি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে, জলাবদ্ধতা দূর করতে ৫টি বাড়ির রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এবং নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জানান, উপজেলার জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর।
এদিকে, কোম্পানীগঞ্জের পূর্ব চাপরাশিহাট বাজার অংশে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালের উপর নির্মিত ৮টি ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে। ভরাটকৃত খালের অংশ খনন করা হয়েছে।
জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
স্থানীয়রা বলছেন, এধরণের অভিযান অব্যাহত থাকলে সরকারি খাল দখলমুক্ত থাকবে এবং দ্রুত পানি নিষ্কাশন হবে। বন্যার তেমন ঝুঁকি থাকবেনা।