রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুরে চৌমুহনী- লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোটি দুর্ঘটনায় পড়ে বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ ৭ জন নিহত হন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন।