জেলা প্রতিনিধি, নোয়াখালী:
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ৪র্থ ব্যাচের ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।
কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, সুবর্ণচর উপজেলা সমন্বয়কারী আ ন ম মাকসুদুর রহমান, চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।
প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহিদ হাসান অপু।
৪র্থ ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন জেলার কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ। এর আগে তিন ব্যাচে প্রশিক্ষণ নিয়েছে চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, সেনবাগ, সদর ও কবিরহাট উপজেলার ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ।
নোয়াখালীতে এই ব্যাচের মাধ্যমে পুরোপুরিভাবে শেষ হবে ইউনিয়ন পরিষদের প্রশাসিনক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ।