নোয়াখালী প্রতিনিধি:
শ্রমিক দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে, ২০২৫) সন্ধায় জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদের বাস ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুন-অর রশিদ আজাদ।
এতে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন ও হাসান মাহমুদ, মিজানুর আলম লেলিন, আব্দুল করিম মুক্তা, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম দিদার প্রমূখ।
এসময় প্রধান অতিথি তার বক্তবে, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদকে নোয়াখালীতে উনার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।