নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন, উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউএনডিপির প্রজেক্ট এনালিস্ট মো. সাহাদাত হোসেন এবং উপজেলা সমন্বয়কারীগণ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের অংশগ্রহণে এ সভায় প্রধান অতিথি বলেন, আমাদের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। গ্রাম আদালত তেমনই একটি সেবা। মনে করেন, গ্রামের একজন মানুষের একটি ছাগল চুরি হয়েছে। এটা আমার কাছে হয়তো সাধারণ ঘটণা। কিন্তু, যার ছাগল চুরি হয়েছে, তার সেই ছাগল নিয়ে অনেক স্বপ্ন ছিলো। সে এটা বিক্রি করে হয়তো অনেক কিছু করার পরিকল্পনা ছিলো। গ্রাম আদালতের মাধ্যমে ছাগল চুরির বিচার করে তার ছাগল বা ক্ষতিপূরণ উদ্ধার করে দেয়াও একটি মহৎ কাজ। জনপ্রতিনিধিরা প্রান্তিক মানুষের সেবা করার মাধ্যম হলো গ্রাম আদালত। প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবেনা, প্রান্তিক মানুষ কিভাবে সেবা পেতে পারে তা দেখতে হবে। আন্তরিকতা থাকলে কাজ করা যায়। অনেক চেয়ারম্যান নিজ উদ্যোগে অনেক কাজ করেছেন। কোনো প্রতিবন্ধকতাই প্রতিবন্ধকতা নয়, শুধু আন্তরিকতা প্রয়োজন।
এসময় গত ১বছরের অগ্রগতির চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী মামুন।