1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল এর সঞ্চালনায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেরা লিগ্যাল এইড অফিসার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, সিনিয়র জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা আইসিটি অফিসার, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক, এভিসিবি-৩ এর জেলা ব্যবস্থাপক, সিনিয়র জেলা তথ্য অফিসার, জেলা প্রেসক্লাবের সেক্রেটারি, উদিচি শিল্পগোষ্ঠীর জেলা প্রতিনিধি, ব্র্যাক এনজিও এর জেলা প্রতিনিধি, মাইজদী ভিশনের প্রতিনিধি, যুব সংগঠণের প্রতিনিধিসহ অন্যান্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে চাই। স্থানীয় মানুষের জন্য স্থানীয় পর্যায়ে আউটরীচ কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এজন্য সকল স্টেইক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন। স্টেইকহোল্ডাররা যত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেখানে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অবশ্যই আলোচনা করবেন। এছাড়াও, গ্রাম আদালতের এখতিয়ারভূক্ত মামলাগুলো কি কি ও কোন কোন গ্রাম আদালতের অন্তর্ভুক্ত তা মানুষকে জানানো।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত একটি প্রাচিন বিচার ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চলে সব ধরণের অপরাধই সংগঠিত হয়, তার জন্য গ্রাম আদালত। গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য গ্রাম আদালত কাজ করে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার-প্রচারণার কাজটি করতে হবে।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক, মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলাধীন সকল উপজেলা সমন্বয়কারীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট