1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর শোক মিছিল ও সমাবেশ নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীপুর বুড়া মসজিদে মিলাদ মাহফিলে আজ প্রধান ওয়ায়েজিন আল্লামা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী চন্দনাইশে এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর ২০২৫-২৬ কার্যকরী নতুন কমিটি গঠন আমিরাতের রাস আল খাইমায় দৃষ্টিনন্দন সর্বোচ্চ পর্বত ও বিশ্বের দীর্ঘ জিপলাইন জাবেল জেইস -শাহেদ সরওয়ার আহলা দরবার শরীফে ইসলাম মওলা (রহ.)-এর ৪৩তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাভার্ড ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার সমাজ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়; কেবিনেট সভায় আই.ই.বি’র সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক মগ ভর্তি পানি পান করলো বিষধর খৈয়া গোখরো, বোয়ালখালীতে বিরল দৃশ্য

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এবং কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, উপপরিচালক (অ.দা.) মোহাম্মদ ইসমাইল।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। গ্রাম আদালত পরিচালনার উপর বড় পর্দায় নাটিকা প্রদর্শন করা হয়। প্রশিক্ষনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গ্রাম আদালতের উপর একটি মক ট্রায়াল প্রদর্শন করেন।

প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও কোর্স ডিরেক্টর খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রামের বিরোধগুলো আপনারাই নিষ্পত্তি করে থাকেন। তবে সেই বিরোধগুলো যাতে গ্রাম আদালতের মাধ্যমেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধা করা হয় সে দিকে লক্ষ রাখবেন। আপনাদের আন্তরিকতায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো অল্প সময়ে গ্রাম আদালতের সেবা নিতে পারবে। ছোটখোটো কোনো বিরোধ নিয়ে পক্ষরা যাতে থানা বা জেলা আদালতে না চলে যায় তার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিষয়ে প্রচার প্রচারণার ব্যবস্থাও করতে হবে।

গ্রাম আদালতে গত ৬ মাসে মামলা গ্রহণে চাটখিল উপজেলাধীন সাহাপুর ইউনিয়ন ১ম, নোয়াখলা ইউনিয়ন ২য় এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন ৩য় নির্বাচিত হয়। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পুরষ্কৃত করেন।

প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন। এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. নুরে আলম সিদ্দিক এবং চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান, প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট ফয়েজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট