1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা কুকুরের কামড়ে বোয়ালখালীতে আহত গবিধন, আতঙ্কে গ্রামবাসী বোয়ালখালীতে বিএনপির প্রস্তুতি সভা চন্দনাইশে পবিত্র জশনে জুলুছকে স্বাগত জানিয়ে র‍্যালী সম্পন্ন পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী সংবর্ধিত। পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে স্কুলের লাইব্রেরির জন্য বই উপহার ফুজিরাতে বাংলাদেশী ব্যবসায়ীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংস্কার কমিশন গঠন অতীব জরুরি পটিয়ায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) মডেল মাদ্রাসার ছাত্রদের নিয়ে দিন ব্যাপী আনন্দ ভ্রমণ চট্টগ্রামে  কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ১১ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো” শিরোনামে প্রত্যয়ের নৃত্য বিভাগের ৩ জন শিশুশিল্পীর একক নৃত্য সন্ধ্যা। আজ ১৮ জুলাই শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ১১তম পর্বে একক নৃত্য পরিবেশন করেন আনিকা হক, অঙ্কনা বড়ুয়া ও মন্দিরা সর্দ্দার।

প্রত্যয়ের সিনিয়র সদস্য এরশাদ হোসাইন এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক অমিত চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান। সৈয়দ মিয়া হাসান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চা কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩জন শিক্ষার্থী মোট ৯টি একক নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে কোরাস আবৃত্তি পরিবেশন করেন প্রত্যয় এর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট