
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেছেন, গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। চলমান কঠিন বাস্তবতায় এখন নির্বাচন হওয়া জরুরি।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ এম কামাল উদ্দীন, ইলিয়াস চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক, মো. মফিজুর রহমান, জাহাঙ্গীর মাস্টার ও মনজুর হোসেন।
এতে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন জুয়েল, পৌর শ্রমিক দল নেতা সাইফুল রেজা, ছাত্রদল নেতা মো. ফয়সাল, আরাফাত চৌধুরী কাইয়ুম, যুবদল নেতা হাসান, নাজিম, আজগর, শাহাজাহান, সোলেমান, খালেক, সোহেল রাফি, রাহাত, রুকন, ইলিয়াস, কাসেম ও দিদারুল আলম দিদার।