বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, "কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে রুখতে পারবে না। এই নির্বাচনে যারা বাঁধা হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না।"
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটে আয়োজিত বোয়ালখালী বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, "বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ এ দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে।"
তিনি সাবধান করে দিয়ে বলেন, "স্বাধীনতা বিরোধীরা স্বৈরাচারী আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়ে আজ এটা সেটা বলছে। জনগণ আপনাদের চেনে।"
জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ খাঁন বলেন, "নতুন আরেকটি দল সৃষ্টি হয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে সরকারি অফিসে অফিসে ঘুরে। তারা ভুলে গেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির ৬০০-৭০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিলো।"
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য স্লোগানের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল পূর্ব কালুরঘাট থেকে আরকান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এ এম কামাল উদ্দীন, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নুরুল কবির, কাজী কামাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, দুলু মেম্বার, মনজুর হোসেন, জাহাঙ্গীর মাস্টার, জানে আলম, হারুন রশিদ চৌধুরী, মফিজুর রহমান, শামসুল আলম, আরাফাত, মনসুর আলম, ফয়সাল, জসিম, রিয়াজ, মোহাম্মদ দিদার, পৌরসভার যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, যুবদল নেতা মো. জাহাঙ্গীর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহবায়ক আমির হাসান জুয়েল, হাসান, নাজিম, আজগর, শাহাজাহান, সোলেমান, পৌর শ্রমিক দলের সাবেক আহবায়ক হারুন, সদস্য সচিব সাইফুল রেজা, সোহেল, রাশেদ ছাত্রদল নেতা মেহেদী, আকিব, নাজিম ও খালেদ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত