পটিয়া প্রতিনিধি :
আজ ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায় পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জনসেবামূলক সামাজিক সংগঠন পটিয়া হাজী নুরুল হক ট্রাস্ট। কর্মসূচিতে অংশ নেন স্থানীয় জনসাধারণ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থীসহ ট্রাস্টের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
হাজী নুরুল হক ট্রাস্টের প্রধান সমন্বয়ক ইয়াসিন ফিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী, সালমা গ্রুপের পরিচালক ও হাজী নুরুল হক ট্রাস্টের ট্রাস্টি নাজমুল হক রিপন।
প্রধান অতিথি নাজমুল হক রিপন তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকা থেকে শুরু করে চকরিয়া পর্যন্ত প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। এশিয়ান হাইওয়ের গুরুত্বপূর্ণ এই সড়কটির প্রস্থ অপ্রতুল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। সম্প্রতি ভেল্লাপাড়া ব্রিজের কাছে এক নারী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা জানতে চাই - আর কত প্রাণহানির পর সরকারের টনক নড়বে?
তিনি আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন সংগঠন বহুবার এই সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বাস ও ট্রাক চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণেও প্রশাসন ব্যর্থ। বিশেষ করে ভেল্লাপাড়া এলাকায় সড়কটি সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দাবি জানাই অতি দ্রুত ভেল্লাপাড়া এলাকায় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং, সতর্কতামূলক সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এস. এ. নুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আহমেদ কবির, ট্রাস্টের ট্রাস্টি ও হক এন্টারপ্রাইজের পরিচালক মো. আকিবুল হক আকিব, দক্ষিণ জিরি রূপালী সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম, ভেল্লাপাড়া তানিমুল কোরআন একাডেমির পরিচালক আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য ফারুক হাসান, মাকসুদুল হক রিপন, মো. এরশাদ, নাজিম উদ্দিন, মো. মাসুদ, তানভির হাসান, শাফি, রাফি, মারুফ, তুষার, ইমু, ভেল্লাপাড়া তানিমুল কোরআন একাডেমির শিক্ষক- শিক্ষার্থী ও কৈয়গ্রামের সামাজিক সংগঠন দি ইল্ড এনলাইটেন্ড সোসাইটি (YES)-এর সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত