1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার বিজয় দিবসে শহীদদের প্রতি বোয়ালখালী প্রেস ক্লাবের শ্রদ্ধা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

নাসির উদ্দিন পাটোয়ারীর প্রতিকৃতিতে আগুন, বোয়ালখালীতে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

রবিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আরকান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর একটি প্রতিকৃতিতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা বলেন,‘সালাহউদ্দিন আহমেদের মতো একজন জাতীয় নেতাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা শুধু বিএনপি নয়—সমগ্র গণতন্ত্রকামী মানুষের জন্য অপমানজনক। এর জবাব রাজপথেই দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা জামশেদ জিসান। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক সামির, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরফাত, উপজেলা ছাত্রদল নেতা আব্বাদি, আশরাফুল ইমন, অনিত, এমরান, এবং পৌরসভা ছাত্রদলের নেতা সাইফুল, ইরফান, ইমতিয়াজ ও মাহিম প্রমুখ।

ছাত্রদলের নেতারা জানান, এই কর্মসূচি বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর নির্দেশনায় সংগঠিত হয়েছে।

জামশেদ জিসান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদের মতো একজন সম্মানিত ও ত্যাগী রাজনীতিককে নিয়ে কটূক্তি করা শুধু ব্যক্তিগত অপমান নয়—গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতার উপর সরাসরি আঘাত। ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—কোনো ষড়যন্ত্র, অপমানজনক ভাষা বা কটূক্তি দিয়ে বিএনপির পথ রোধ করা যাবে না। প্রয়োজনে রাজপথেই তার জবাব দেওয়া হবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের’ নাম ভাঙিয়ে যদি কেউ সম্মানিত নেতাদের নিয়ে বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তাদের মনে রাখা উচিত—জুলাই কারও একার সম্পত্তি নয়, কারও বাপেরও না।’

পরে আরকান সড়কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট