1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জাহিদ খান, জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকাশের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক মোহসেনা আক্তার (বিউটিফিকেশন), লাভলী পারভীন (ফ্যাশন ডিজাইন), জান্নাতুন খাতুন (ক্যাটারিং) এবং পলাশ চন্দ্র বর্মন (ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট)।

এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সাংবাদিক ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাঁচটি ট্রেডে মোট ৩৫০ জন নারী অংশগ্রহণ করেন, যারা ৪০ দিন ও ৮০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শেষে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থীকে একাউন্ট পে চেক প্রদান করা হয়। এছাড়া, ১০ জন সফল নারী উদ্যোক্তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট