
জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার :-
নরসিংদীতে ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের প্রাণ প্রিয় হুজুর কেবলা, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম, সূফি সম্রাট মুফ্তী-এ-আজম, হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক হাফেজনগরী মাইজভান্ডারী (ক.)’র ৯৩ তম মহান পবিত্র বার্ষিক খোশরোজ শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জানুয়ারী (রবিবার) চর হাজীপুর খাসের চর দায়রা শরীফ প্রাঙ্গণে নরসিংদী আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী জেলা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র খোজরোজ শরীফ অনুষ্ঠিত হয়। উক্ত মহান পবিত্র ওরশ শরীফে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পেশ করেন পীরে ত্বরিকত হযরত মুফ্তী সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী (মা.জি.আ.)।