পটিয়া প্রতিনিধি ;
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ র্যালি আয়োজন করে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। র্যালিটি পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় গিয়ে শেষ হয়।
বিজয় র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার সরকারকে বিতাড়িত করা হয়েছে। আজ সেই গণতান্ত্রিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি মহল নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, যাতে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন বাস্তবায়ন না হয়।”
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে—গণতন্ত্র ধ্বংসের কোনো ষড়যন্ত্র কখনও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। যারা নতুন করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।”
এ সময় তিনি দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের **সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান এবং বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহম্মেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজান চৌধুরী, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, ওবায়দুল হক রিকু, উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা দুপুর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিকাল ৫টায় সমাবেশ শেষে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।