1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে শাকপুরা  লালচাঁদ বিহার সড়ক সংস্কার পটিয়া মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যাগে টাইলস স্থাপন কাজের উদ্বোধন। পটিয়া নব জাগরণ যুব সংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ  লরেন্স ফেস্টিভ্যালে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ‎পটিয়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অবৈধ গ্যাস কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ চন্দনাইশে হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন’র ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ভারী বৃষ্টিতে নোয়াখালীর শহর-গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতারের দাবি।

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব থানাহাট বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার, কলেজ মোড় হয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা নাহিদ হাসান নলেজের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরবর্তীতে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে সড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। তারা দাবি করেন, নাহিদ হাসান নলেজ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা তাকে ‘চাঁদাবাজ ও নাস্তিক’ আখ্যা দিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অভিযুক্ত নাহিদ হাসান নলেজ উপজেলার রমনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানের ছেলে। তিনি চর শাকাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য।

বিতর্কিত পোস্টটি ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়ে করা হয়, যেখানে লেখা ছিল, “কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে, তাদের কি গ্রেফতার করা হবে না?” সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়লে মুসলিম জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে নাহিদ হাসান নলেজ পোস্টটি সরিয়ে নিলেও জনমনে উত্তেজনা কমেনি।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট