বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস-৮১৩ ট্রেনের একটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন কোচটি অপসারণে কাজ শুরু করে রেলওয়ের টেকনিক্যাল টিম।
গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, বিকল কোচটি অপসারণের পর সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে পুনরায় আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত