Evergreen 94 এর উদ্যোগে ১৪ নভেম্বর ২৫ The Premium Lounge, মীরপুর ১১তে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা উদযাপন কমিটির আহবায়ক তসলিম উদ্দীন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত করেন নেত্রকোনার সন্তান এমদাদুল হক মিলন। ১৯৯৪ সালের প্রয়াত বন্ধুদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন Evergreen 94 এর ক্রিয়েটার এডমিন বিশিষ্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন আহমেদ রাসেল।
বক্তব্য রাখেন Generation 94 ক্রিয়েটার এডমিন মাহামুদ বিন সামাদ, বিশ্ব বন্ধু ৯৪ এর ক্রিয়েটার এডমিন এস এম তোফাজ্জল হোসেন, ৯৪ ডায়েরির ক্রিয়েটার এডমিন মোহাম্মদ শাহাজাহান, ৯৪ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌহিদ জামান, CLUB 94 BD এর উপদেষ্টা আবুল কালাম আজাদ, ব্যারিস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম, লায়ন বেলাল সরকার, Batchmate 94 of Bangladesh ক্রিয়েটার এডমিন সাজেদুল হক শাহীন, Evergren 94 এডমিন আতিক রনি, জেবু চৌধুরী, নাসরিন আফসানা ইয়াসমিন, দীপা ইসলাম, সুপ্তি মরিয়াম, জয় আহমেদ, নাহিদা সুলতানা, আফরোজা লিজা,ফতেহ আলী লোহানী,সুমন বিন বাসিত, মোহাম্মদ রাসেল কাউসার প্রমুখ।
র্যাফেল ড্র এর মাধ্যমে ১০ জন বন্ধুকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাঞ্জাবী ও শাড়ি প্রতিযোগী ১ম, ২য় ও ৩য় বন্ধুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরের লাঞ্চের পরে ৯৪ এর জনপ্রিয় শিল্পী একাব্বর হোসেন, মনিরুজ্জামান, মাসুদ রানা, নিগার সুলতানা পপি, সানজিদা শিফা ও শিমুল গুপ্ত গান পরিবেশন করেন।
৯৪ বন্ধুদের অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য উদযাপন কমিটির আহবায়ক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই।
এই অনুষ্ঠান সফলতার জন্য সব বন্ধুদের ধন্যবাদ ও ভুলত্রুটি নিজের কাঁধে নিয়ে অনুষ্টান বিকেল ৫.৩০ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত