জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক, চন্দনাইশ পৌরসভা হাজীর পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ডা. মোসলেহ্ উদ্দীন (৭০) ২১ আগস্ট ভোররাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদে আছর হাজীর পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা মো. নুরুন্নবী আল-কাদেরী।