1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ

টেকনাফে চাচার ষড়যন্ত্রে ভাতিজার অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

এন.এ সাগরঃ

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বেলাল অপহরণকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

এক সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান টেকনাফ থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল, ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এই অভিযানে বেলালকে উদ্ধারসহ অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিকল্পিত অপহরণ উল্লেখ করে পুলিশ বলেন, বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তি বিরোধের জের ধরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। গত ১৪ অক্টোবর রাতে, আনুমানিক ৩ টায় বেলালকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল বলেও জানান।

উদ্ধার অভিযান

ঘটনার পরই টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চৌকস টিম গঠন করেন। গতকাল বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ের ঢালায় দুঃসাহসিক অভিযান চালিয়ে বেলালকে উদ্ধার করা হয়। মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

টেকনাফ মডেল থানায় এ ঘটনায় ১৬ অক্টোবর মামলা করা হয়েছে (মামলা নং-৪৫)। এছাড়া ধৃত আসামীদের হেফাজত থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট