বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট ইস্কান্দর সোহেলকে
অতিরিক্ত পি পি নিয়োগ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা
প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর সরকারি
প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসী ও কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের উদ্যেগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শওকত ওসমান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, যে সমাজ ও রাষ্ট্র গুনীজনদের সম্মান দেয় না সে সমাজে গুনীজন সৃষ্টি হয় না। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন একজন সম্মানিত ব্যক্তিকে সংবর্ধনা দিয়ে আপনারা সম্মানিত হয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্টা করা যায় বলে মন্তব্য করেন তিনি।
এসময় এডভোকেট ইস্কান্দর সোহেল বলেন, বর্তমান সরকার বৈষম্যমুক্ত রাষ্ট্র পুণগঠনে কাজ করছে। গণ-অভ্যুত্থানে পলাতক সরকার পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ইন্ধনে দেশে অরাজকতা সৃষ্টি সহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবিলায় আগামী নির্বাচনের জন্য কাজ করার অনুরোধ জানান তিনি।
প্রিন্সিপাল আব্দুল মান্নানের সঞ্চালনায়
এসময় আরো বক্তব্য রাখেন এলাকার সর্দার দোস্ত মোহাম্মদ, মো.সেকান্দর আলী,মো. লোকমান, মো. ওমর ফারুক, ইন্জিনিয়ার শওকত হোসেন, হাসান মাষ্টার, মো. দিদারুল আলম, মো. সোলায়মান, মো. মোরশেদ, মো. ফরিদ খোকন ও রিটু প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত