নিজস্ব প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম : জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (২২ মার্চ) চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুচ সাত্তার রনি সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, মোহাম্মদ হোসেন, মো. ছালেম, মো. সেলিম, মো. হারুনুর রশিদ, মো. ইউসুফ, সোনা মিয়াসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে মো. নুরুচ্ছফা সরকার বলেন, "জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামীতে যেই সরকার গঠন করুক, জাতীয় পার্টি ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে না। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্রকারী কঠোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই— জাতীয় পার্টির চেয়ারম্যান কোনো দুর্নীতিবাজ নন, তিনি কোনো চাঁদাবাজও নন; বরং তিনি স্বচ্ছ ও দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।"
এ সময় তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত