অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় মাটে শুক্রবার(১৬ই জুন)বিকেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন পটিয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান এম এ হাশেম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল এর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এ সম্মেলন অনুষ্টানের অতিথিদের আসন অলংকিতকরন ও পুস্পিত শুভেচ্ছায় বরন এবং উপস্হিত সুধীজন সহ একযোগে জাতীয় সংগীত পাটের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উওোলনের মধ্য দিয়ে সম্মেলনের এক আলোচনা সভা শুরু হয়।
এতে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন পটিয়া সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।তিনি সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকার কারনে সম্মেলনে উপস্হিত হতে না পাড়ায় টেলিযোগাযোগ ভার্চুয়ালী সুধীজনের মাঝে তার গুরুত্বপূর্ন বক্তব্য প্রদানকালে বলেছেন স্বেচ্ছাসেবক লীগ আওয়ামীলীগ দলীয় ভূক্ত অঙ্গসংগঠন।সেই হিসেবে আওয়ামীলীগের সকল কর্মকান্ড অনুস্মরন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছেসেবক লীগের নেতা- কর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব পরিমন্ডলে রোল মডেল স্বীকৃতি লাভ করেছে।সেই ধারাবাহিক উন্নয়নের প্রতি ঈষান্নিত হয়ে এবং দেশের মানুষের ক্ষতি সাধনে বিএনপি-জামাত চক্র আবারো দেশকে অস্হিতিশীল করার লক্ষ্যে দেশে-বিদেশে অপপ্রচার সহ কুটচালে লিপ্ত হয়েছে।তাদের এই অপকর্ম রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সবাইকে সজাগ দৃষ্টিত থাকতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশের এই ধারাবাহিক উন্নয়নকে আরো এগিয়ে নিতে আবারো ক্ষমতায় সমাসীন করতে হবে।তাই আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী অগ্রনী ভূমিকা রাখতে হবে,এসব আরো কথা বলেন হুইপ সামশুল।
এতে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।বিশেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, ইউনিয়ন আ,মীলীগ সভাপতি শফিকুল ইসলাম।বাবুল,সাধারন সম্পাদক সাগর কান্তি দে,উপজেলা আ,মীলীগ নেতা প্রবোদ রায় চন্দন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন শর্মা, মোঃ শেখ রাশেল প্রমুখ।
এ ছাড়া আরো উপস্হিত ছিলেন উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও নেতৃবৃন্দ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত