জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ২৯ এপ্রিল (মঙ্গলবার) ১১ সদস্য বিশিষ্ট ৩ মাসের এডহক কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের মহা-সচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি। উক্ত কমিটি গঠনতন্ত্র মোতাবেক বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। পদাধিকার বলে চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, ভাইস চেয়ারম্যান জামায়েত নেতা, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য যথাক্রমে এডভোকেট কামাল হোসেন চৌধুরী, মো. আছিফ চৌধুরী, ড. মো. কামাল উদ্দীন, মো. দিদারুল আলম, এডভোকেট রাহিম উদ্দীন চৌধুরী, মো. রাহানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, সুষ্মিতা ইসলাম।