1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে হযরত শাহ্ সুফি ডা: আহমদুর রহমান (ক.) আল-মাইজভান্ডারী’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন জননেতা শাহজাহান মিঞা। বোয়ালখালী শাকপুরায় শুরু পাঁচ দিনব্যাপী রাস মহোৎসব ও রাসমেলা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স শূন্যতার ছায়া ফাঁদ পেতে পাখি শিকার, ২ শিকারীর কারাদণ্ড সোনাইমুড়ী ছাত্র লীগ সভাপতি আরিফ আটক নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ জন নিহত নোয়াখালীর ৬ টি আসনে বিএনপি’র মনোনীত যারা পটিয়ায় ৫৭টি মামলার আসামি রুহুল আমিন সিলেট হতে গ্রেফতার

চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বিদর্শন সাধক মৈত্রী প্রদীপ ধর্মশ্রী মহাথেরোর ১৬ তম মৃত্যুবার্ষিকী।
মঙ্গলবার  (৪ নভেম্বর) অত্র গ্রামের দায়ক/ দায়িকা ও বিহার পরিচালনা কমিটির উদ্যে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছেন   এ উপলক্ষে সকালে বুদ্ধ কীর্তন সহকারে প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, প্রয়াত বিদর্শন সাধক শ্রীমৎ ধর্মশ্রী মহাথের’র স্মৃতি মন্দিরে পুষ্পমাল্য অর্পণ, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি সদ্ধর্মশ্রী ভদন্ত বিপস্সী মহাথেরো।
এতে প্রধান অতিথি ছিলেন, বিদর্শন সাধক ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন, বিদর্শনাচার্য আয্যশ্রী মহাথের।
এতে পঞ্চশীল প্রার্থনা করেন প্রকাশ বড়ুয়া।
টিপলু বড়ুয়া ও সিমু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এসময় প্রয়াত ধর্মশ্রী মহাথের’র কর্মময় জীবনের ওপর আলোকপাত করে সদ্ধর্মদেশনা ও স্মৃতিচারণ করেন ভদন্ত দীপানন্দ থের,
বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া সমাজ সেবক প্রিয়তোষ বড়ুয়া, রূপম বড়ুয়া, দীপক বড়ুয়া, সফু বড়ুয়া প্রমূখ।
বিহারাধ্যক্ষ ভদন্ত শরণশ্রী ভিক্ষু উদ্বোধনী বক্তব্য ও
গ্রামের ক্ষুদে শিল্পীদের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বিহারের অন্তেবাসী ভিক্ষু রেবতশ্রী ভিক্ষুর উপসম্পদা পরবর্তী সংবর্ধনা ও শুভ কঠিন চীবর দানোৎসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ  বৌদ্ধ ভিক্ষু উর্দ্বোতন সহ-সভাপতি কর্মবীর শীলভদ্র মহাথের।
এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ভদন্ত বিপস্সী মহাথের।
সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত আয়ুপাল মহাথেরো, সংঘবোধি মহাথের, রেবতপ্রিয় মহাথের ও সাধক মাতা শ্রীমতী গীতা বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন,বিহার পরিচালনা কমিটির সভাপতি আশীষ বড়ুয়া এবং সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আশুতোষ চৌধুরী।
শিক্ষক অরূপ বড়ুয়া এবং দীপায়ন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এসময় কঠিন চীবর দানের তাৎপর্য শীর্ষক সদ্ধর্মদেশনা শুভেচ্ছা বক্তব্য রাখেন রাখেন,  শাসনবারিধি পূর্ণানন্দ মহাথের, বোধিপ্রিয় মহাথেরো,
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ও প্রবাসী পুষ্পেন্দু বিকাশ বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পন্ডিত প্রবর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং বিভিন্ন ।
এদিন সন্ধ্যায় চীবর পরিক্রমা , ফানুস উত্তোলন এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে  অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট