জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান ‘চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ’ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ। চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০০৬ সালে এই অঞ্চলের প্রথম হিসেবে বিশেষায়িত এই প্রফেশনাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী এই কলেজ থেকে সফলতার সাথে বিপিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রি সম্পন্ন করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে কলেজের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে সাংবাদিক আবু মোশাররফ (ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত), বিদ্যোৎসাহী সদস্য পদে মো. শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য (সভাপতি কর্তৃক মনোনীত), শিক্ষক সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) এবং পদাধিকার বলে অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
গতকাল ৮ জুলাই, নগরীর চকবাজার কে বি আমান আলী রোডে অবস্থিত কলেজটির অধ্যক্ষের কার্যালয়ে সভাপতির চিঠি সাংবাদিক আবু মোশাররফের হাতে তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কলেজের কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিমসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি