বোয়ালখালী প্রতিনিধি:
চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছে বোয়ালখালীর প্রতিবন্ধী যুবক অমিত হাসান (১৯)। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে তাকে দেখতে পায় স্বজনরা। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়।
চাচাতো ভাই ইফতেখার উদ্দিন আসিফ জানান, “অমিতকে সুস্থ অবস্থায় পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অমিত। তিনি পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের মরহুম ছৈয়দ মেম্বারের বাড়ির মো. নাজিমের ছেলে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত