বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার বহদ্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আবু তাহের সওদাগরের ছেলে যুবদল নেতা গাজী বখতেয়ার (৪৫) ও পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার জেবল হোসেন ছেলে শাকিবুল হোসেন (৩২)।
থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।