চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়া হাজির পাড়ায় একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। গতকাল ২৪ মার্চ দুপুরে সাতবাড়িয়া মৌজার বিএস ১ নং খাস খতিয়ানের বিএস ৯৯৫৫ নং দাগের পথ শ্রেণীর ০.১০০০ একর জায়গায় অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রেখেছিল বাচা মিয়ার ছেলে সাইফু উদ্দিন। উক্ত বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া যায়। তাই অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশ প্রদান করা হলেও তারা কোন রকম পদক্ষেপ গ্রহণ না করায় গতকাল সোমবার অভিযান পরিচালনা করার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সুধীর চন্দ্র দে, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু তাহের, অফিস সহকারী রিগ্যান শীল, চন্দনাইশ থানা পুলিশের ১টি দল, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাগণ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত