জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যে ছেলেমেয়েরা মা-বাবাকে কাঁদতে বাধ্য করছে, তাদের ইহ ও পরকাল ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান করার শিক্ষা নিতে হবে। একইভাবে শিক্ষক ও মুরব্বীদের সম্মান করতে হবে। বর্তমান অবস্থায় পরিবর্তনের কারণে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এ সময় তিনি তাঁর ছেলে অধ্যাপক ওমর ফারুকের শিক্ষা জীবন ও ২২ বছর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাকতা জীবন তুলে ধরে আগামী দিনে তাকে দেশের সেবায় কাজ করার সুযোগ করে দেয়ার জন্য প্রত্যেকের মা-বাবা ও আত্মীয়-স্বজনদের বলার অনুরোধ জানান। তিনি বলেন, সম্মানিত ও মেধাবী লোকেরা এগিয়ে আসলে তাদেরকে জায়গা করে দিতে হয়। তাই তিনি তাঁর ছেলেকে যোগ্য হিসেবে দেশের সেবায় জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ওয়েবসাইটে তাঁর জীবন বৃত্তান্তে ২৯টি মন্ত্রণালয়ের মধ্যে ২৪টি মন্ত্রণালয়ে বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এ ধরণের বণার্ঢ্য জীবন আর কোন নেতার নেই বলে তিনি দাবী করেন। এ সময় তিনি তাঁর স্কুল জীবনের শিক্ষক চিত্তরঞ্জন দাশের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত হন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ নভেম্বর সকালে চন্দনাইশ গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি মো. আজিজুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, আলোচনায় অংশ নেন অভিভাবক সদস্য আবুল কাশেম, প্রভাষক মো. নাজিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপি নেতা আবদুল মাবুদ, মো. মহিউদ্দীন, খোরশেদ আলম সবুজ, মো. মোজাম্মেল হক তালুকদার প্রমূখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত