চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল (শনিবার) দুপুরে দোহাজারী পৌরসভাস্হ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মাওলানা মো. মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈকত দাশ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম জাকির। এ সময় উপস্থিত ছিলেন, মো. তারেক প্রমূখ। সাধারণ সভায় সংগঠনে সদস্য অন্তর্ভুক্তি সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।